বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য কি?
নিচে তুলে ধরা হলো–
বহিঃক্ষরা গ্রন্থি
করোটিকা কাকে বলে? করোটিকা এর কাজ কি?
- এই ধরনের গ্রন্থির নালি থাকে।
- এই রকম গ্রন্থির ক্ষরণ নালির মাধ্যমে গ্রন্থির বাইরে আসে।
- এই রকম গ্রন্থির ক্ষরণ বিভিন্ন রকম হতে পারে, যেমন : পাক গ্রন্থি নিঃসৃত পাক রস, ঘর্মগ্রন্থি নিঃসৃত ঘাম, সিবেসিয়াস গ্রন্থি নিঃসৃত সিবাম ইত্যাদি।
- লালা গ্রন্থি, যকৃৎ, ঘর্মগ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ।
অন্তঃক্ষরা গ্রন্থি
- এই ধরনের গ্রন্থির কোনও নালি থাকে না।
- এই রকম গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশে যায়।
- এই রকম গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়।
- পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি এই ধরনের গ্রন্থির উদাহরণ।