ত্বক কি? ত্বকের কাজ কি?
ত্বক হলো প্রাণিদেহের সর্ববৃহৎ বহিঃআবরণ ও সংবেদনশীল অঙ্গ। ত্বকের দুটি স্তর রয়েছে। যথা– উপচর্ম বা বহিঃত্বক ও অন্তচর্ম বা অন্তঃত্বক।
ত্বকের কাজ
অস্থিসন্ধি কি? অস্থিসন্ধির প্রকারভেদ
ত্বকের কাজগুলো নিচে দেওয়া হলো–
১) দেহের ভেতরের কোমল অংশকে বাইরের আঘাত, ঠান্ড, গরম, রোদ ইত্যাদি থেকে রক্ষা করে।
২) দেহে রোগজীবাণু ঢুকতে বাঁধা দেয়।
৩) ঘাম বের করে দিয়ে শরীর ঠাণ্ডা ও সুস্থ রাখে।
৪) দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়।
৫) সূর্যরশ্মি থেকে দেহকে রক্ষা করে।