অ্যাক্সন (axon) ও ডেনড্রাইট (Dendrite) কাকে বলে?
অ্যাক্সন (axon): কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন (axon) বলে।
একটি নিউরনে একটি মাত্র axon থাকে। এরা কোষদেহ থেকে স্নায়ু তাড়না অন্য নিউরনে পাঠায়।
ডেনড্রাইট (Dendrite): কোষদেহের চারিদিক থেকে উৎপন্ন একাধিক ছোট ছোট শাখাকে ডেনড্রন বলে।
ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট (Dendrite) বলে। ডেনড্রাইট স্নায়ু তাড়না কোষদেহে প্রেরণ করে।