প্রকৃতি কাকে বলে? প্রকৃতি কত প্রকার ও কি কি?

প্রকৃতি কাকে বলে? প্রকৃতি কত প্রকার ও কি কি?

ক্রিয়াপদের মূল ও শব্দ উভয়কেই প্রকৃতি বলে। অর্থাৎ যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।

প্রকৃতির প্রকারভেদ

বিরাম চিহ্ন কাকে বলে? বিরাম চিহ্নের গুরুত্ব কি?

প্রকৃতি দুই প্রকার। যথাঃ–

ক. নামপ্রকৃতি ও

খ. ক্রিয়াপ্রকৃতি।

ক. নামপ্রকৃতি: নামপদের মূল অংশকে বলে নামপ্রকৃতি। ‘ছেলেরা’ (ছেলে + রা) শব্দের মূল অংশ ‘ছেলে’ একটি নাম। তাই একে নামপ্রকৃতি বলা যায়। আর ‘রা’ হলো বিভক্তি।

খ. ক্রিয়াপ্রকৃতি: ক্রিয়াপদের মূল অংশকে বলে ক্রিয়াপ্রকৃতি। ‘করা’ (কর + আ) শব্দের মূল অংশ ‘কর’ হলো ক্রিয়াপ্রকৃতি আর ‘আ’ হলো বিভক্তি।

এখানে যা শিখলাম–

প্রকৃতি কাকে বলে?; প্রকৃতি কত প্রকার ও কি কি?; নাম প্রকৃতি কাকে বলে?; ক্রিয়াপ্রকৃতি কাকে বলে?;

About Post Author

Related posts