কিভাবে আগ্নেয় পর্বত গঠিত হয়?
ভূগোল ১ম এসাইনমেন্ট
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে যে পর্বতের সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বলে।
ভূ-ত্বকের ফাটল বা ছিদ্র পথে ভূ-অভ্যন্তরের গলিত লাভা, ধূম্র, ভস্ম প্রবল বেগে ভূ-পৃষ্ঠে এসে উপনীত হয় এবং ফাটলের চারদিকে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত গঠিত হয়।
যেমন : জাপানের ফুজিয়ামা।
ভঙ্গিল পর্বত কাকে বলে? এসাইনমেন্ট ২০২১ ভূগোল