ওয়েল্ডিং (Welding) কি?
দুই বা ততোধিক ধাতুকে তাপের সাহায্যে গলায়ে বা
না গলায়ে নরম করে চাপের মাধ্যমে জোড়া
দেয়ার পদ্ধতিকে ওয়েল্ডিং (Welding) বলে। যেমন- জাহাজ, পুল, ইস্পাতের কাঠামাে (Steel structure), ট্যাংক (Tank), পাইপ লাইন (Pipe line)
ইত্যাদি তৈরি করতে এবং ভাঙ্গা বা ফাটলবিশিষ্ট
ঢালাই বস্তুকে মেরামত করতে ওয়েল্ডিং পদ্ধতি সর্বাধিক উপযােগী পদ্ধতি। ওয়েল্ডিং-এর দ্বারা উৎপন্ন জোড়কে ওয়েল্ডমেন্ট (Weldment) বলে। যিনি ওয়েল্ডিং করেন তাঁকে ওয়েল্ডার (Welder) বলে।