বস্ত্র কি? বস্ত্রের বৈশিষ্ট্য

বস্ত্র কি? বস্ত্রের বৈশিষ্ট্য

বয়ন তন্তু থেকে বিভিন্ন প্রক্রিয়ায় সুতা প্রস্তুত করার পর এই সুতা দ্বারা বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পড়েন সুতায় পরস্পর বন্ধনী দিয়ে বা নিটিং-এর মাধ্যমে লুপের সাহায্যে এবং জমাট বাঁধিয়ে মানুষের পরিধেয় ও প্রয়ােজনীয় ব্যবহারের জন্য যে সকল দ্রব্য উৎপাদিত হয় তাকে বস্ত্র বা কাপড় এবং ইংরেজিতে ফেব্রিক বা ক্লথ বলে।

বস্ত্রের বৈশিষ্ট্য
১. বস্ত্রের প্রস্থ থাকতে হবে।
২. বস্ত্রের গঠন প্রকৃতি বিভিন্ন রকমের হতে হবে।
৩. পরিধানে আরামদায়ক হতে হবে।
৪. টেকসই ও স্থায়িত্ব গুণসম্পন্ন হতে হবে।
৫. বস্ত্র উজ্জ্বল ও মসৃণ হতে হবে।
৬. বস্ত্রের শক্তি থাকতে হবে।
৭. বস্ত্র অবশ্যই তাপ সহনশীল হতে হবে।
৮. বস্ত্রের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা থাকতে হবে।

About Post Author

Related posts