সালফোনেটিং বিকারক কি?

সালফোনেটিং বিকারক কি?

বেনজিন (C₆H₆) ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের (H₂SO₄) সঙ্গে বিক্রিয়া করে বেনজিন সালফোনিক এসিড গঠন করে।
এক্ষেত্রে বেনজিনের মধ্যে সালফোনিক এসিড প্রবিষ্ট হয় বলে সালফিউরিক অ্যাসিডকে সালফোনেটিং বিকারক বলা হয়।
C₆H₆ + H₂SO₄ —–> C₆H₅-HSO₃ + H₂O

About Post Author

Related posts