বায়োইনফরমেটিকস্ কী? মানুষের প্রজাতি sapiens বলার কারণ ব্যাখ্যা কর।

বায়োইনফরমেটিকস্ কী?
কম্পিউটার প্রযুক্তিনির্ভর জীববিজ্ঞানভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞানকে বায়োইনফরমেটিকস্ বলে।

মানুষের প্রজাতি sapiens বলার কারণ ব্যাখ্যা কর।
Homo sapiens প্রজাতির বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায়, এদের দেহের গঠন চওড়া প্রকৃতির। খাড়া কপাল, খুলির হাড় Homo গণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত । এসব বৈশিষ্ট্য মানুষের সাথে সম্পূর্ণরূপে সাদৃশ্যপূর্ণ হওয়ায় মানুষের প্রজাতিকে sapiens বলা হয়।

Table of Contents

About Post Author

Related posts