এক সেফটি কাঠ কত ইঞ্চি, গাছ মাপর ফুট হিসাব

এক সেফটি কাঠ কত ইঞ্চি, গাছ মাপর ফুট হিসাব

এক সেফটি কাঠ কত ইঞ্চি, গাছ মাপর ফুট হিসাব

সাইজ কাঠের হিসাব, গাছ মাপের হিসাব, গাছের ফুট হিসাব, কাঠ পরিমাপের সূত্র ইত্যাদি সবাই জানে না। বর্তমান প্রযুক্তির যুগে অনলাইন থেকে google মামার সাহায্য নিয়ে যে কোন বিষয়ে অনেক কিছু জানা যায়। আমি নিজ প্রয়োজনে গুগোল থেকে Search দিয়ে গাছের হিসাব সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

তার আগে জেনে রাখা ভালোঃ
১ সিএফটি = ১ ফুট (এক কথায়) আবার
১৪৪ পাঠ = ১ সিএফটি বা ফুট,
১২ পাঠ = ১ ইঞ্চি,
১২ ইঞ্চি = ১ ফুট ,

ফুট হিসাব, গাছের মাপ, তক্তা কাঠের হিসাব জানার উপায়

এখন গাছের মাপের হিসাব
আপনি ১ সিএফটি কাঠ কি ভাবে বাহির করবেন? কাঠ এর সিএফটি বা ফুট বাহির করতে হলে আপনাকে কাঠ মাপার নিয়ম ও সূত্র জানতে হবে। নিচে কাঠ মাপার সূত্র দেওয়া হলঃ
সুত্রঃ দৈঘ্য (ফুট) X প্রস্থ(ইঞ্চি) X থিকনেস্থ(ইঞ্চি) Xসংখ্যা/১৪৪ = সিএফটি
ব্যাখ্যাঃ পাশ (১২ ইঞ্চি) X পুরুত্ব (২ ইঞ্চি) X উচ্চতা (৬ফুট বা ৭২ ইঞ্চি ) ( উচ্চতার ক্ষেএে এখানে হিসাবে ফুট আসবে মনে রাখবেন) = ১৪৪ পাঠ = ১ ফুট বা ১ সিএফটি । অথবা, ১৪৪পাঠ X ১২ইঞ্চি = ১৭২৮ ইঞ্চি= ১ ফুট বা ১ সিএফটি

যেমনঃ একটি দরজার মাপ হলো পাশে ৩৭ ইঞ্চি, উচ্চতা ৬.৮ ইঞ্চি আর পুরুত্ব হলো ১.০৫ ইঞ্চি। এখন এটার সিএফটি হিসেবে কতটুকু হবে??

সমাধানঃ প্রশ্ন মতে,
পাশে ৩৭ ইঞ্চি, উচ্চতা ৬.৮ ইঞ্চি আর পুরুত্ব হলো ১.৫ ইঞ্চি
এখন, সুত্র মতে দৈঘ্য (ফুট) x প্রস্থ(ইঞ্চি) x থিকনেস্থ(ইঞ্চি) x সংখ্যা/১৪৪ = সিএফটি
পাশে ৩৭ (ইঞ্চি) x পুরুত্ব ১.৫ (ইঞ্চি) x উচ্চতা ৬.৮ (ফুট বা ৮১.৫ ইঞ্চি )
৩৭৭.৪ পাঠ ( আমরা জানি, ১৪৪ পাঠ = ১ সিএফটি বা ফুট,)
সুতারাং ৩৭৭.৪ ÷ ১৪৪
২.৬৩ (প্রায়) ফুট বা সিএফটি ।

এক সেফটি কাঠ কত ইঞ্চি, গাছ মাপর ফুট হিসাব, ১ সেফটি

গোল কাঠের হিসাব: গাছের গোল মাপের হিসাব
গোল কাঠের হিসাবের
সুত্রঃ {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬=CFT
উদাহারনঃ মনে করি, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৫ ফুট ও লম্বা ১০ ফুট হলে কাঠটি কত CFT বা ফুট ?
সমাধানঃ
সুত্র মতে- {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬= CFT
=> {(৫x৫)x ১০}÷১৬
= {২৫x১০}÷১৬
=> ২৫০÷১৬
=> ১৫.৬২ প্রায় CFT বা ফুট।

About Post Author

Related posts