আবরণী টিস্যু কাকে বলে? আবরণী টিস্যু কত প্রকার ও কি কি?

আবরণী টিস্যু কাকে বলে? আবরণী টিস্যু কত প্রকার ও কি কি?

যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং
দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে।
আমাদের ত্বকের বাইরের আবরণ,
মুখগহ্বরের ভেতরের আবরণ ইত্যাদি আবরণী টিস্যু
দিয়ে গঠিত। এছাড়া দেহের বিভিন্ন গ্রন্থিও আবরণী
টিস্যু দিয়ে তৈরি। আবরণী টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে।
কোষের আকৃতি, প্রাণিদেহে অবস্থান ও কাজের প্রকৃতিভেদে এ টিস্যু তিন প্রকারের হয়। যথা- ক) স্কোয়ামাস আবরণী টিস্যু, খ) কিউবয়ডাল আবরণী টিস্যু, এবং গ) কলামনার আবরণী টিস্যু।

আবরণী টিস্যুর কাজ
অঙ্গকে আবৃত রেখে সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, বিভিন্ন পদার্থ নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা এবং সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা আবরণী টিস্যুর কাজ।

About Post Author

Related posts