২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে। সিলেবাস কমানো হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ। নতুন সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের তিন-চার মাস শ্রেণিকক্ষে পড়ানো হবে।
সংক্ষিপ্ত সিলেবাস এর বিষয় গুলা হচ্ছেঃ হিসাববিজ্ঞান, কৃষি, চারুকারু, বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, জীববিজ্ঞান, বৌদ্ধধর্ম, ব্যবসা উদ্যোগ, ক্যারিয়ার এডুকেশন, রসায়ন, খ্রিষ্টান ধর্ম, অর্থনীতি, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিন্দু ধর্ম, ইতিহাস, গার্হস্থ্যবিজ্ঞান, আইসিটি, ইসলাম ও আদর্শ শিক্ষা, গণিত, শারীরিক শিক্ষা, পদার্থবিজ্ঞান ও বিজ্ঞান।
সিলেবাস শেষ হয়ে আগামী জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা করা হতে পারে।
নতুন সিলেবাস ডাউনলোড করতে এখানে [url=https://drive.google.com/drive/folders/10AqmA7Xpxzc0QRRA27JmTybO66LY80hg?fbclid=IwAR3u4lvymp3HwOqcX8JPzykXJxNou3dfuNiKxK2G0C8xHG1Bpc3_tkRsRJk]ক্লিক করুন।[/url]
ধন্যবাদ