২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে এখনি ডাউনলোড করে নিন।

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়েছে। সিলেবাস কমানো হয়েছে ২০ থেকে ২৫ শতাংশ। নতুন সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের তিন-চার মাস শ্রেণিকক্ষে পড়ানো হবে।

সংক্ষিপ্ত সিলেবাস এর বিষয় গুলা হচ্ছেঃ হিসাববিজ্ঞান, কৃষি, চারুকারু, বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, জীববিজ্ঞান, বৌদ্ধধর্ম, ব্যবসা উদ্যোগ, ক্যারিয়ার এডুকেশন, রসায়ন, খ্রিষ্টান ধর্ম, অর্থনীতি, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিন্দু ধর্ম, ইতিহাস, গার্হস্থ্যবিজ্ঞান, আইসিটি, ইসলাম ও আদর্শ শিক্ষা, গণিত, শারীরিক শিক্ষা, পদার্থবিজ্ঞান ও বিজ্ঞান।

সিলেবাস শেষ হয়ে আগামী জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা করা হতে পারে।

নতুন সিলেবাস ডাউনলোড করতে এখানে [url=https://drive.google.com/drive/folders/10AqmA7Xpxzc0QRRA27JmTybO66LY80hg?fbclid=IwAR3u4lvymp3HwOqcX8JPzykXJxNou3dfuNiKxK2G0C8xHG1Bpc3_tkRsRJk]ক্লিক করুন।[/url]

 

ধন্যবাদ

About Post Author

Related posts