কার্বন (Carbon) কি? কার্বনের অবস্থান

কার্বন (Carbon) কি? কার্বনের অবস্থান

কার্বন (Carbon) একটি মৌলিক পদার্থ। কার্বন মৌলের সংকেত C, এর পারমাণবিক সংখ্যা ৬, ইলেকট্রন বিন্যাস ২, ৪। এটি গ্রুপ IV এর সদস্য এবং ২য় পর্যায়ে অবস্থিত। এটি একটি অধাতু। কার্বনের সাধারণ যোজনী ৪। এটি প্রধানত সমযোজী বন্ধন তৈরি করে। কার্বন খুবই গুরুত্বপূর্ণ মৌল, কেননা সমগ্র প্রাণী ও উদ্ভিদ জগৎ প্রধানত এর যৌগসমূহ দ্বারা গঠিত। এছাড়া কার্বন যৌগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। অন্য সকল মৌল দ্বারা গঠিত যৌগসমূহের সংখ্যার চেয়ে কার্বন যৌগের সংখ্যা বহুগুণ বেশি।

কার্বনের অবস্থান
প্রকৃতিতে কার্বন মুক্ত ও যৌগ উভয় অবস্থাতেই রয়েছে। মুক্ত কার্বনের মধ্যে হীরা এবং গ্রাফাইট রয়েছে। কয়লার অধিকাংশই কার্বন যৌগ অবস্থায় কার্বন ডাই-অক্সাইড হিসেবে বায়ুমণ্ডলে, হাইড্রোকার্বন রূপে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে, বিভিন্ন ধাতুর কার্বনেটরূপে খনিজে এবং জটিল জৈব যৌগরূপে উদ্ভিদ ও প্রাণিদেহে রয়েছে।

About Post Author

Related posts