মৌলের বহুরূপতা কি?

মৌলের বহুরূপতা কি?

মৌলের বহুরূপতা হলো একই মৌলের নানা রূপ। যদি কোন মৌল ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে তখন তার এ ধর্মকে বহুরূপতা বলে। এ বিভিন্ন রূপভেদগুলো পরস্পর থেকে ভৌত ধর্মে এবং তাদের রাসায়নিক সক্রিয়তার মাত্রায় বিভিন্ন হয়। কার্বন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌল বহুরূপতা প্রদর্শন করে।

কার্বনের বহুরূপতা: কার্বন একটি কঠিন বহুরূপী মৌল। এর বিভিন্ন রূপভেদগুলোকে

প্রধানত দু’শ্রেণীতে বিভক্ত করা যায়। যথা: ১. দানাদার, ২. অদানাদার।
১. দানাদার কার্বন প্রধানত দু’প্রকার। যথা: ক. হীরক, খ. গ্রাফাইট।
২. অদানাদার : অদানাদার কার্বন প্রধানত তিন প্রকার। যথা: ক. চারকোল বা অঙ্গার, খ. ভূসা কয়লা এবং গ. কোল।

About Post Author

Related posts