কোষবিদ্যা কাকে বলে?
জীববিজ্ঞানের যে শাখায় কোষের ভৌত ও রাসায়নিক গঠন, জৈবিক কার্যাবলি, বিকাশ, পরিস্ফুরণ, কোষ অঙ্গাণুর গঠন এবং বিভাজন দ্বারা পূর্বতন কোষ থেকে নতুন কোষের উৎপত্তি প্রভৃতি অর্থাৎ এক কথায়, কোষ সম্পর্কে গবেষণা ও পর্যালােচনা করা হয় তাকে কোষবিদ্যা বা Cytology বলে।