জারণ বিজারণ একই সাথে ঘটে কেন?
কোনো পদার্থের ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে, আবার কোনো পদার্থের ইলেকট্রন গ্রহণ করাকে বলে বিজারণ। অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটার জন্য বিজারক ইলেকট্রন ত্যাগ করে এবং বিজারণ ঘটার জন্য জারক পদার্থকে ইলেকট্রন গ্রহণ করতে হয়। জারণ বিক্রিয়ায় বিজারক যে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় বিজারণ বিক্রিয়ায় জারক ঐ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। তাই জারণ যদি না ঘটে বিজারণও ঘটে না। অর্থাৎ জারণ ও বিজারণ একই সাথে ঘটে।