জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া কাকে বলে?
যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান-প্রদান ঘটে তাকে জারণ-বিজারণ বা রেডক্স বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বিক্রিয়া বলে। যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বিক্রিয়া বলে। তবে এই জারণ ও বিজারণ একই সাথে সংঘটিত হয়। কারণ কোন বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করলে সেই ইলেকট্রন গ্রহণ করার মতো কোন বিক্রিয়ক অবশ্যই থাকতে হবে।