সমাজকর্মের পরিধি বলতে কী বোঝায়?
উত্তরঃ সমাজকর্মের পরিধি বলতে মূলত এর ব্যবহারিক দিক এর ক্ষেত্র বা প্রয়োগক্ষেএ বা প্রয়োগ উপযোগিতা কে বোঝায় সমাজকর্ম সমাজের সকল শ্রেণীর জনগণের সামাজিক সমস্যা মোকাবিলা পূর্বক তাদের অর্থ সামাজিক উন্নয়নের সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রচেষ্টা চালায়। এই দৃষ্টিকোণ থেকে গোটা সমাজেরই সমাজকর্মের পরিধি বা ক্ষেত্রের আওতাভুক্ত।