সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা -ব্যাখ্যা কর?

সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা -ব্যাখ্যা কর?

উত্তরঃ সাহায্যাথীর সামাজিক ভূমিকা পালন উন্নয়ন সংরক্ষণ ও আত্মবিশ্বাস পুনরুদ্ধার ভূমিকা রাখে বলে সমাজকর্মকে সাহায্যকারী পেশা বলা হয়। সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা, যার মূল লক্ষ্য হলো ব্যক্তি দল ও সমষ্টির বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা করা সামাজিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি দল সমষ্টিকে সমাজকর্ম এমন ভাবে সাহায্য করে যাতে তারা নিজস্ব ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমস্যার কার্যকর সমাধানে সক্ষম হয়।

Table of Contents

About Post Author

Related posts