সামাজিক মূল্যবোধের ধারণা দাও?
উত্তরঃ মানুষের আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ধারণা বা আদর্শ হলো সামাজিক মূল্যবো। অর্থাৎ যেসব নীতিমালা বিশ্বাস দর্শন ধ্যান ধারণার রীতি মানুষের সামাজিক সম্পর্ক ও আচার-আচরণকে প্রবাহিত করে সেগুলোর সমষ্টিগত রূপকে সামাজিক মূল্যবোধ বলে সমাজে চলতে গেলে একজন মানুষের আচার-আচরণ পরিশীলিত মার্জিত ও বহুজনগ্রাহ্য হতে হয় সামাজিক মূল্যবোধ মানুষের আচার-আচরণ কে নিয়ন্ত্রণ করে তাকে একজন পরিপূর্ণ নৈতিক ও সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলে।