স্বাবলম্বীতা অর্জন বলতে কি বুঝায়?
উত্তরঃ স্বাবলম্বী তা অর্জন বলতে নিজের উপর নিজের নির্ভর করার মানসিকতা তৈরি হওয়াকে বোঝা যায়। সমাজে এমন কিছু মানুষ সর্বদা লক্ষনীয়, যারা দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত, অবহেলিত, লাঞ্ছিত নির্যাতিত। সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তারা তাদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত। এসব মানুষের সমস্যা চিহ্নিত করে সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় সমাজকর্ম। এসব মানুষ যখন নিজ অবস্থান থেকে উঠে এসে স্বাবলম্বী হয়ে সমাজে নিজেদের স্থান তৈরি করে নেয় তখন তাকে স্বাবলম্বী অর্জন বলা হয়। স্বাবলম্বীতা অর্জনের মানসিকতা গড়ে তোলার জন্য সমাজকর্ম অধ্যায়ন প্রয়োজন।