দানশীলতা বলতে কী বোঝায়?
উত্তরঃ সমাজের দুস্থ অসহায় ও অভাবগ্রস্তদের প্রতি দয়া পরশ হয়ে নিঃস্বার্থ ভাবে সাহায্য প্রদান করা কে দানশীলতা বলা হয়। দানশীলতা একটি অতি প্রাচীন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান দানশীলতা একটি ব্যাপক অর্থবোধক শব্দ অর্থ সাহায্য সম্পত্তি দান কিংবা কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করা এবং অন্তর্ভুক্ত পৃথিবীর সব সমাজেই ধর্মেই দানশীলতা একটি পুন্যের কাজ বলে স্বীকৃত।