পেশা বলতে কী বোঝায়৷?

পেশা বলতে কী বোঝায়৷?

উত্তরঃ পেশা বলতে জীবিকা নির্বাহের বিশেষ পন্থাকে বোঝায়, যেখানে নির্দিষ্ট বিষয় বা ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান যথাযথ দক্ষতা প্রয়োগ ও নৈপুণৈার প্রয়োগ করতে হয়। একটি পূর্ণাঙ্গ জ্ঞান, জ্ঞান প্রয়োগে মনোবৃত্তি দক্ষতা ও অনুশীলন এ চারটি উপাদান থাকে। সাধারণত জনকল্যাণমুখী হয় এবং এখানে সুনির্দিষ্ট মূল্যবোধ ও সামাজিক স্বীকৃতি বিদ্যমান।

Table of Contents

About Post Author

Related posts