পদার্থজ্ঞান MCQ ( মডেল ২) উত্তর মালা
১) সমান আয়তনের কোন বস্তুুর জড়তা বেশি?
উত্তরঃ পারদ
২) চাপের একক কোনটি?
উত্তরঃ প্যাসকেল
৩) ঘনত্ব মাপার যন্ত কোনটা?
উত্তরঃ হাইড্রোমিটার
৪) টরিসেলি কত সালে চাপের পরীক্ষাটি করেন?
উত্তরঃ 1643 সালে
৫) পানির অনুতে কয়টি হাইড্রোজেন থাকে?
উত্তরঃ 2
৬) পানির আনবিক ভর কত?
উত্তরঃ 18
৭) অক্সিজেনের পারমানবিক ভর কত?
উত্তরঃ 16
৮) পদার্থের অবস্থা কয়টি?
উত্তরঃ চারটি
৯) আপেক্ষিক তাপ কোনটির সবচেয়ে কম?
উত্তরঃ সীসা
১০) কোন জোড়া বস্তুুর তাপমাএিক ধম?
উত্তরঃ চাপ,ঘনত্ব
১১) সুপ্ততাপ পরিবর্তন ঘটায় কোনটির?
উত্তরঃ অবস্থার
১২) নিচের কোনটির আপেক্ষিক তাপ বেশি?
উত্তরঃ বরফ
১২) তাপ প্রয়োগে কোনটির প্রসারণ সবচেয়ে বেশি?
উত্তরঃ অক্সিজেন
১৩) তাপশক্তি মূলত কি?
উত্তরঃ গতিশক্তি
১৪) তাপের SI একক কি?
উত্তরঃ জুল
১৫) কত জুল= কত ক্যালরি?
উত্তরঃ 0.24
১৬) পানির এৈধ বিন্দুর তাপমাএা কেলভিন স্কেলে কত?
উত্তরঃ 273.16K
১৭) পানির এৈধ বিন্দুর চাপ কত?
উত্তরঃ 0.0060373 atm
১৮) শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম?
উত্তরঃ গ্যাসীয় মাধ্যমে
১৯) সমুদ্রের গভীরতা নিণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
উত্তরঃ সোনার
২০) তরঙ্গ কত প্রকার?
উত্তরঃ ২
২১) আলো কী তরঙ্গ?
উত্তরঃ বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ
২২) শব্দ তরঙ্গের বেগ নিভর করে কয়টি বিষয়ের ওপর?
উত্তরঃ ৩ টি
২৩) কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম?
উত্তরঃ বায়বীয়
২৪) কোনটি তৈরিতে সমতল দপণ ব্যবহৃত হয়?
উত্তরঃ লেজার
২৫) সেলুনে কোন দপণ ব্যবহৃত হয়?
উত্তরঃ সমতল