পদার্থ বিজ্ঞান mcq answer 2021 ( মডেল ৮)
১) দৃশ্য মান আলোকে কী বলা হয়?
উত্তরঃ সাদা আলো
২) গাছের পাতাকে কেন সবুজ দেখায়?
উত্তরঃ সবুজ ছাড়া সব রং শোষন করপ
৩) কোনটির প্রতিফলক পৃষ্টের প্রকৃতির ওপর নিভর করে দুই ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ প্রতিফলন
৪) অমৃসণ প্রতিফলকে আলোর প্রতিফলন কীরুপ হয়?
উত্তরঃ ব্যাপ্ত প্রতিফলন
৫) সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেয়া থাকে?
উত্তরঃ রূপার
৬) লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি?
উত্তরঃ দুই টি
৭) অপটিক্যাল ফাইবার পদার্থের প্রতিসরাঙ্ক কত?
উত্তরঃ 1.7
৮) আইরিশের মাঝখানে ছোট ছিদ্রকে কী বলে?
উত্তরঃ চোখের মণি
৯) কোনটিতে লেন্স ব্যবহৃত হয় না?
উত্তরঃ পেরিস্কোপ
১০) নিচের কোনটি সঠিল?
উত্তরঃ F= qE
১১) ইঙ্ক জেট প্রিন্টার রঙিন ছাপার জন্য কত রকম রঙিন কালি ব্যবহার করা হয়?
উত্তরঃ ৪
১২) কোনটি ব্যবহার করে রং স্প্রে করা হয়?
উত্তরঃ স্থিরতড়িৎ
১৩) বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কনটি?
উত্তর সোনা
১৪) অন্তরক পদার্থ নিচের কোনটি?
উত্তরঃ কাচ
১৫) পরিবাহী পদার্থ কোনটি?
উত্তরঃ তামা
১৬) ধাতব তারের মধ্য দিয়ে আধান পরিবহন করে কোনটি?
উত্তরঃ ইলেক্ট্রন
১৭) অন্তরক পদার্থ কোনটি?
উত্তরঃ রাবার
১৮) নিরেপেক্ষ তারের বিভব কত?
উত্তরঃ শূন্য
১৯) কোনটি বৈদ্যুতিক বতনীকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে?
উত্তরঃ সুইচ
২০) জিবন্ত ও নিরপেক্ষ তার একএিত হলে কি হয়?
উত্তরঃ উচ্চমানের তড়িৎ প্রবাহিত হয়
২১) মিটারের পর নিম্নোক্ত কোনটি দিয়ে বিদ্যুৎ অতিক্রম করে?
উত্তরঃ কনজিউমার ইউনিট
২২) ট্রান্সফমার কত ধরনের হয়?
উত্তরঃ ২
২৩) তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
উত্তরঃ ওয়েরস্টেড
২৪) কম্পাসের কাঁটা কোন দিক বরাবর মুখ করে থাকে?
উত্তরঃ উত্তর – দক্ষিণ
২৫) কিসের ওপর ভিত্তি করে জেনারেটরের মূলনীতি প্রতিষ্টিত?
উত্তরঃ তাড়িৎচৌম্বক আবেশ