পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর mcq 2021 (মডেল ১৩)

পদার্থ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর mcq 2021( মডেল ১৩)

১) স্লাইড ক্যালিপাসে মূল স্কেলের গায়ে চোয়ালযুক্ত একটি ছোট স্কেল পরানো থাকে, তার নাম কী?
উত্তরঃ ভানিয়ার স্কেল

২) স্ক্রুগজের স্ক্রুকে পুরো এক বার ঘুরানো হলে এর যতটুকু সরণ হয় তাকে কী বলে?
উত্তরঃ স্ক্রু পিচ

৩) একটি স্ক্রুগেজের বৃত্তকার স্কেলের ভাগসংখ্যা 100এবং পিচ 1mm হলে ন্যূনাঙ্ক কত?
উত্তরঃ 0.01 mm

৪) ভানিয়ার স্কেল –
i. প্রধান স্কেলের পাশে সংযুক্ত থাকে
ii.প্রধান স্কেলের পাশ দিয়ে সামনে বা পেছনে সরানো যায়
iii.এটির অপর নাম হচ্ছে স্ক্রুগেজ
নিচের কোনটি সঠিক?
ক) i ওii খ) i ও ii
গ) ii ও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i ও ii

৫) মূল স্কেলের কোনো দাগ ভানিয়ার স্কেলের যে দাগের সাথে মিলে যায় তাকে কি বলে?
উত্তরঃ ভানিয়ার সমপাতন

৬) মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1mm। এর সাথে ব্যবহৃত ভানিয়ার স্কেলের 20 ঘর সমান 19 মিলিমিটার। ভানিয়ার ধ্রুবক কত?
উত্তরঃ 0.05 mm

৭) প্রধান স্কেলের 1ক্ষুদ্রতম ভাগের দৈ্য্য 1মি,মি,এবং ভানিয়ারের ভাগের সংখ্যা 10 হলে ভানিয়ার ধ্রুবক কত?
উত্তরঃ 0.1. মি. মি.

৮) মিটার স্কেলে এক সেন্টিমিটারকে সমান কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ দশ ভাগে

৯) রাশির প্রতীক লেখার ক্ষেএে কোন টি সঠিক?
উত্তরঃ রাশির প্রতীক সব ক্ষেএে বাঁকা অক্ষরে লিখতে হবে

১০) এককের উপসগ-
উত্তরঃ কিলো অপেক্ষা বড় গুলো বড় হাতের অক্ষরে হয়

১১) এনসাইক্লোপিডিয়া বইয়ে কোনটির উল্লেখ পাওয়া যায়?
উত্তরঃ বায়ুকল

১২) আলোর প্রতিসরণের সূএ আবিস্কার করেন কে?
উত্তরঃ ন্সেল

১৩) সিজিয়াম – 133 পরমানু 9,192,631,770 টি স্পন্দন করতে যে সময় নেয় সেটা হচ্ছে?
উত্তরঃ এক সেকেন্ড

১৪) কোনটি লব্ধ একক?
উত্তরঃ নিউটন

১৫) সময়ের একক নিধারনের কোন পরমাণু টি ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ সিজিয়াম-133

১৬) শূন্য মধ্যেমে এক সেকেন্ডে 299,792,458ভাগের এক ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সে টা হচ্ছে?
উত্তরঃ এক মিটার

১৭) যে রাশি পরিমান করতে অন্য রাশি প্রয়োজন হয় না-তাকে কী বলে?
উত্তরঃ মৌলিক রাশি

১৮) নিচের কোনটি মৌলিক রাশি?
উত্তরঃ সময়

১৯) নিচে কোনটি অন্য রাশি উপরে নিভরশীল নয়?
উত্তরঃ তাপমাএা

২০) পরমাণুর কেন্দ্র, নিউক্লিয়াসে আছে-
i.ইলেকট্রন
ii.প্রোটন
iii.নিউট্টন
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) i ও ii
গ) iiও iii ঘ) i.iii
উত্তরঃ iiও iii

২১) পরমাণু নিউক্লিয়াস কে কেন্দ্র করে তার চারিদিকে কোন কণা ঘুরতে থাকে?
উত্তরঃ ইলেকট্রন

২২) বিদ্যুৎ চৌম্বকীয় বল এবং দুবল নিউক্লিও বল দুইটি কিরূপ বল?
উত্তরঃ একই বলের ভিন্ন ভিন্ন রূপ

২৩) কঠিন অবস্থার পদার্থ বিজ্ঞানে নিচের কোনটি নিয়ে কাজ করা হয়?
উত্তরঃ অধেপরিবাহী নিয়ে

২৪) আলো এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ” এটি দেখাও-
i.জেমস ক্লাক ম্যাক্সওয়াল
ii.১৮৬৪ সালে
iii.মাইকেল ফ্যারাডে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i ও ii

২৫) পারমাণবিক তত্ত্ব দিয়েছিলেন কে?
উত্তরঃ ডালটন

About Post Author

Related posts