পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021(মডেল ১৫)

পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন mcq 2021( মডেল ১৫)

১) একটি বস্তুুর 5m ব্যাসের বৃত্তাকার পথ 2 বার ঘুরালে রৈখিক সরণ কত?
উত্তরঃ 0 m

2) কোন বস্তুুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?
উত্তরঃ মেরু অঞ্চলে

৩) মুক্তভাবে পড়ন্ত বস্তুু 6 সেকেন্ড 72 মিটার দূরত্ব অতিক্রম করলে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?
উত্তরঃ 18 মিটার

৪) প্রকৃত স্থিত বিন্দুর সাপেক্ষ গতিশীল বস্তুুকে বলে?
উত্তরঃ আপেক্ষিক গতি

৫) কোনো বস্তুুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলপ তার গতিকে কী বলা হয়?
উত্তরঃ চলন গতি

৬) স্কেলার রাশির-
i.মান আছে
ii. দিক আছে
iii.উদাহরণ সময়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) iiও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i ও iii

৭) স্থির অবস্থান থেকে সুষম ত্বরনে গতিশীল কোনো বস্তুুর বেগ সময়ের-
উত্তরঃ সমানুপাতিক

৮) স্থির অবস্থান থেকে সুষম ত্বরন গতিশীল কোনো বস্তুর সরন সময়ের-
উত্তরঃ বগের সমাণুপাতিক

৯) স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেএে সময় চারগুন হলে সরণ কতগুন হবে?
উত্তরঃ ষোল গুণ

১০) একটু টুকরা পাথর ওএক টুকরা কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দিলে কী ঘটবে?
উত্তরঃ পাথরটি কাগজের আগেই মাটিতে পড়বে

১১) স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুু অভিকর্ষের প্রভাবে প্রথমে 1 সেকেন্ড কত দূরত্ব নিচে পড়বে?
উত্তরঃ 4.9 মিটার

১২) কোন বলটি কম শক্তিশালী?
উত্তরঃ মহাকর্ষ বল

১৩) একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানোর হলো,গাড়িটি কোন ঘষন বলের সম্মুখীন হবে?
উত্তরঃ পিছলানো ঘষণ

১৪) কীভাবে ঘষন কে বৃদ্ধি করা যায়?
উত্তরঃ তলকে অমসৃণ করার মাধ্যমে

১৫) প্যারাসুটের মাধ্যমে আরোহীকে নিরাপদে অবতরণে সাহায্য করে কোন বল?
উত্তরঃ প্রবাহী ঘষণ

১৬) প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুন করলে কোনটি পাওয়া যায়?
উত্তরঃ বলের ঘাত

১৭) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে?
উত্তরঃ দুটি ভিন্ন বস্তুুর উপরে

১৮) স্পর্শ বলের উদাহরণ কোনটি?
উত্তরঃ সংঘর্ষের সময় সৃষ্ট বল

১৯) বল প্রয়োগ সত্তেও বস্তুু স্থির থাকলে কাজের পরিমাণ কী হয়?
উত্তরঃ শূন্য

২০) পবতারেোহী শিলাখন্ডে বা পাহাড়ের তলকে আকঁড়ে ধরার জন্য কোনটি ব্যবহৃত করেন?
উত্তরঃ চক পাউডার

২১) গাড়ি হঠাৎ ব্রেক করলে যাএিরা সামনের দিকে হেলে পড়ার কারণ কী?
উত্তরঃ গতি জড়তা

২২) বলের গুনগত ধারণা পাওয়ার যায় নিচের কোনটি থেকে?
উত্তরঃ নিউটনের প্রথম সূএ

২৩) নিচের কোনটি স্পর্শ বল নয়?
উত্তরঃ চুম্বক লোহাকে আকষণ করা

২৪) নিচের কোন ক্ষেএে অস্পশ বল ক্রিয়া করছে?
উত্তরঃ গাছ থেকে আম পড়া

২৫) যে কোনো দুটি বস্তুুর মধ্য ক্রিয়া করে-
উত্তরঃ মহাকর্ষ বল

About Post Author

Related posts