পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021( মডেল ১৬)

পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন ও mcq 2021 ( মডেল ১৬)

১) বস্তুু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতপ চাওয়ার ধমকে কী বলে?
উত্তরঃ জড়তা

২) মহাকর্ষ বল-
উত্তরঃ ক্রিয়া করে ভর যুক্ত দুটি কণার মধ্যে

৩) আকর্ষণ ও বিকর্ষণ দুটোই করতে পারে নিচের কোনটি?
উত্তরঃ তড়িৎ চৌম্বক বল

৪) সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি?
উত্তরঃ সবল নিউক্লিয় বল

৫) সবল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বল অপেক্ষ কত গুন শক্তিশালী?
উত্তরঃ একশত গুণ

৬) বস্থুর ভর বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় এর-
উত্তরঃ জড়তা

৭) গাড়ি হঠাৎ গতিশীল হলে যাএিরা পেছনের দিকে হেলে পড়ার কারণ কী?
উত্তরঃ স্থিতি জড়তা

৮) জড়তা-
i.একটি প্রাকৃতির ঘটনা
ii. পরিবর্তনের জন্য বলের প্রয়োজন
iii.ওজন দ্বারা পরিমাপ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) i ও iii
গ) iiও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i ও ii

৯) প্রবাহী ঘষন কোনটি?
উত্তরঃ পুকুরের সাঁতার কাটার সময় ঘষন

১০) পদার্থের জড়তার পরিমান কী?
উত্তরঃ ভর

১১) নিউটনের গতির প্রথম সুএ কোনটি?
উত্তরঃ u= v

১২) একটি বস্তুর বেগ তিনগুন হলে শক্তি কত গুন হবে?
উত্তরঃ নয়গুন

১৩) নিরাপদ ভ্রমণের ক্ষেএে মূখ্য ভূমিকা পালন করে-
উত্তরঃ গাড়ির বেগ

১৪) দুই বা ততোধিক বল একটি বস্তুর উপরে ক্রিয়া করলে যদি এদের লব্ধি শূন্য হয় তবে বলগুলোকে বলা হবে-
উত্তরঃ সাম্য বল

১৫) নিচের কোন দুটি কে বলকে অভিন্ন প্রমান করা সম্ভব হয়েছে?
উত্তরঃ তড়িৎ চৌম্বক বল ও দুবল নিউক্লিয়া বল

১৬) অসাম্যতা সৃষ্টি করতে পারি –
i.বস্তুটিকে পাশের দিকে টেনে ছেড়ে দিয়ে
ii.সুতাটি কেটে দিয়ে
iii.সুতার দৈঘ্য ছোট বা বড় করে
নিচের কোনটি সঠিক?
ক) iও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i ও ii

১৭) ভর বেগ কী?
উত্তরঃ ভর × বেগ

১৮) ভরের একক কোনটি?
উত্তরঃ kg m/s

১৯) একই বেগে গতিশীল বস্তুরগুলোর মধ্যে কোনটির ভরবেগ বেশি?
উত্তরঃ ট্টাক

২০) এক কেজি ভরের কোনো বস্তুুর 1 মিটার / সেকেন্ড ত্বরণ সৃষ্টিকারী বলকে বলে-
উত্তরঃ এক নিউটন

২১) 10kg ভরের একটি বস্তুুর উপরে কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 3ms’2 হবে?
উত্তরঃ 30N

22) বস্তুুর ওজন বৃদ্ধি পেলে ঘষন বলের কীরুপ পরিবর্তন হবে?
উত্তরঃ বৃদ্ধি পাবে

২৩) ঘষণ বল সৃষ্টির মূল কারণ কী?
উত্তরঃ তলদ্বয় খাঁজগুলো আটকে যাওয়া

২৪) কোনটি প্রযুক্তবলের বিপরীত উৎপন্ন হয়?
উত্তরঃ স্থিতি ঘষন বল

২৫) ঘষনের ফলে শক্তি যে অপচয় হয় তা কী রূপে আবিভূত হয়?
উত্তরঃ তাপ

About Post Author

Related posts