ফুল নিয়ে উক্তি কবিতা ছন্দ বিখ্যাত ক্যাপশন উক্তি বাণী পোস্ট স্ট্যাটাস ফুলের সৌন্দর্য ful niye ukti bani choto kobita Post status 2021, 2022, 2023 ফুলের ছন্দ মালা
ফুলের মত সুন্দর তুমি- সুন্দর
তোমার মন ,ভাল না বেসে
কেনো তুমি কর জ্বালাতন ।মন
থাকলে বুঝে নিও আমার মনের
ভাষা,
কার জন্য আমার বুখে এতো
ভালবাসা।
মনের কথা
প্রেম হলো ফুলের মতো আর বন্ধুত্ব হলো আশ্রয়দাতা গাছের মতো ।
— স্যামুয়েল টেলর কোলেরিজ
১৪২৮ বৈশাখী ছন্দ মালা এস এম এস fb Chondo স্টাটাস
ফুল রোদ ছাড়া ফুলটে পারে না,
মানুষ ভালোবাসা বাচঁতে পারে না।
বন্ধুর মন ভালো করার মেসেজ লেখা স্ট্যাটাস
হাজার তারা চাইনা আমি,
একটা চাঁদ চাই, হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি একটা জনম চাই, সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই
ভালবাসা এমন একটি সুন্দর ফুলের মতো যা আমি স্পর্শ করতে পারি না,
তবে যার সুগন্ধ উদ্যানটিকে কেবল আনন্দময় স্থান করে তোলে।
— হেলেন কিলার
মন এবং ফুল একই জিনিস,
সঠিক সময় এলে দুটিই খুলে যায়।
— জিম কেরি
কি ফুল তুলবো
আমি
বলে দাও প্রিয়া
তুমি,
নিরালে বসিয়া
গাঁথিবো মালা
আমি আর তুমি।
ফুটছি মোরা ফুটছি দেখো
কুঁড়ির নানার রঙ্গে তে
এইযে দেখো হাসছি মোরা
লাল-হলুদের ছন্দে তে
তুই ছন্দে গাঁথা মালা,
আমি শুকনো ফুলের তোর।
তোর গন্ধ মাতোয়ারা,,
আমি নিশীথ ভাঙা ভোর।
কিছু মেঘ চায় বৃষ্টি,
কিছু স্বপ্ন চায় আকাশ ছুঁতে,
সব কবিতা যেমন কাব্যি হয় না
সব ফৃল তেমন মালায় ঠাঁই পায় না।
ফুলের ছন্দ মালা
কিছু শব্দ কিছু গান,
ফেলে আসা অভিমান,
পথের বকুল ফুলে।
নিজের যে গিয়েছি ভুলে।
তবু সে ফুল শুঁকিয়ে রেখেছি।
যতন করে বেঁধে রেখেছি।
স্মৃতির পাতায় চাপা দেয়া মালা।
বাড়ায় শুধু মনের জালা।
প্রথম ছোঁয়ার প্রথম আবেগ, প্রথম চোখে চোখ,
সেদিন থেকেই প্রেমিক আমার মন ছুঁয়েছ রোজ।
শাহিন রানা জীবন
দাঁড়িয়ে ছিলাম ফুল বাগানে, আমি গোলাপ তুলি রোজ, তোমার প্রেমে
পাগল হয়ে কবিতায় পাঠক পাই খোঁজ।
যে কবিতা বোঝে না সে সংসারী হয়
তাকে দিয়ে প্রিয় ফুলের বাগান তৈরি করা যায়,
যে কবিতা বোঝে সে হয় প্রেমিকা
সে শুধু ফুল ছিঁড়ে খোপায় বাঁধতে জানে।
তোমার এলো চুলের খোঁপায় বেঁধে দেবো গোলাপ ফুল।
আর চুপি চুপি বলে দেবো ভালোবাসি।
একটি বাগান একটি ফুল
একটি ফুলের তোড়া
তাহাড় মাঝে থাকবে তুমি
পাঁপড়ি দিয়ে মোড়া
কোনোদিনও পাঁপড়ি ছিঁড়ে
করবো না যে ভুল
কারন তুমি আমার কাছে
লাল গোলাপ ফুল