SSC physics Mcq answer 2021 এস এস সি(মডেল ২০)
১) বাতাসের ঘনত্ব কত?
উত্তরঃ 0.00127gm/cc
২) মৃত সাগর কোথায় অবস্থিত?
উত্তরঃ জডান
৩) ইলেকট্রনের ভর নিউট্রন প্রোটনের ভর থেকে কতগুন কম?
উত্তরঃ 1800
৪) নিউক্লিয়াসের ব্যাসাধ থেকে পরমাণুর ব্যাসটি প্রায়-
উত্তরঃ এক লক্ষ গুণ বড়
৫) বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে যে বেলুন উড়ানো হয় তার মধ্যে মধ্যে কোন গ্যাস থাকে?
উত্তরঃ হাইড্রোজেন
৬) পচা ডিম পানিতে ভাসার কারন কি?
উত্তরঃ পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে
৭) পানির কত গভীরতায় চাপ 1atm হবে?
উত্তরঃ 1034cm
৮) কেরোসিনের কত গভীরতায় চাপ 1atm হবে?
উত্তরঃ 1292cm
৯) পারদের কত গভীরতায় চাপ 1 atm হবে?
উত্তরঃ 76cm
১০) প্লবতা মান বস্তুর নিমজ্জিত অংশ কতৃক অপসারিত প্রবাহীর কীসের সাথে সম্পর্কিত?
উত্তরঃ ওজনের সমান
১১) এক ঘন মিটার আয়তনের কঠিন বস্তুুকে পানিতে ডুবালে তার উপর প্লবতার মান কত হবে?
উত্তরঃ 9800N
১২) তরল বা গ্যাসে নিমজ্জিত বস্তুুর সম্পর্কে ধারণা দেন কে?
উত্তরঃ আকিমিডিস
১৩) টরিসেলির পরীক্ষা তিনি কী ব্যবহার করেছিলেন?
উত্তরঃ পারদ
১৪) টরিসেলির পরীক্ষায় পারদ না হয়ে পানি বয়বহৃত হলে তা কত উচ্চতায় থেমে যেত?
উত্তরঃ 10.3m
১৫) টরিসেলির পরীক্ষা পারদ স্তম্ভ কত উচ্চতায় নেমে থেমে যায়?
উত্তরঃ 76 cm
১৬) বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি?
উত্তরঃ ব্যারোমিটার
১৭) নিম্নচাপ সৃষ্টি হলে-
উত্তরঃ চাপ কমে যাবে
১৮) পানি অনুতে কয়টি অক্সিজেন থাকে?
উত্তরঃ 1
১৯) বাতাসের মূল উপাদান কোনটি?
উত্তরঃ নাইট্রোজেন
২০) নাইট্রোজেনের পারমানবিক ভর কত?
উত্তরঃ 14
২১) নাইট্রোজেনের আনবিক ভর কত?
উত্তরঃ 28
২২) বিকৃতির কারন কি?
উত্তরঃ বাহ্যিক বল
২৩) বস্তুুর একক ক্ষেএফলে বিকৃতি প্রতিরোধকারি বলকে কি বলে?
উত্তরঃ পীড়ন
২৪) গ্যাসকে প্রচন্ড তাপ দিলে কী হয়?
উত্তরঃ প্লাজমা
২৫) টিউবলাইটের ভেতরে কী তৈরি হয়?
উত্তরঃ প্লাজমা