পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021 (মডেল ১৯)

পদার্থ বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন mcq 2021 (মডেল ১৯)

১) এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান?
উত্তরঃ 746 ওয়াট

২) এক ওয়াট ঘন্টার সমান কত জুল?
উত্তরঃ 3600

৩) 10 কিলোওয়াট সমান কত?
উত্তরঃ 10000 ওয়াট

৪) কিলোওয়াট ঘন্টা কিসের একক?
উত্তরঃ৷ কাজ ও শক্তি

৫) কলকারখানা ব্যবহৃত বিদ্যুৎ শক্তি বিল কোন এককে পরিশোধ করা হয়?
উত্তরঃ KWh

৬) জমি চাষ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ট্রাক্টর

৭) ভবিষ্যতে শক্তির ঘাটতি যাতে না হয় সেজন্য কী করতে হবে?
উত্তরঃ বিদ্যুৎ কেন্দ্র গড়তে হবে

৮) কথায় একমুহূর্তের জন্য বিদ্যুৎ সরবাবরাহ বন্ধ থাকতে পারে না?
উত্তরঃ হাসপাতালে

৯) কোনো ইঞ্জিনের কাজের পরিমান হলো-
উত্তরঃ কমদক্ষতা× প্রদত্ত শক্তি

১০)কোনো ইঞ্জিনের কাজের পরিমাণ=?
উত্তরঃ প্রদত্ত শক্তি – শক্তির অপচায়

১১) এক সেকেন্ডে একজুল কাজ করার হারকে কী বলে?
উত্তরঃ এক ওয়াট

১২) কোনটি থেকে সবচেয়ে বেশি শক্তির রূপান্ত হয় ?
উত্তরঃ তাপ শক্তি

১৩) কাঠ খড়ি পোড়ালে শক্তির কীরূপ রূপান্তর হয়?
উত্তরঃ রাসায়নিক – তাপ শক্তি

১৪) কোন শক্তি তৈরি করতে কোনো বস্তুুতে কম্পন সৃষ্টি করতে হয়?
উত্তরঃ শব্দ শক্তি

১৫) পানি প্রবাহের সাহায্য চাকা ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাতে নিচের কোনটি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ যান্ত্রিক শক্তি

১৬) পীড়ন ও বিকৃতির অনুপাতকে কী বলে?
উত্তরঃ স্থিতিস্থাপক গুণাঙ্ক

১৭) কোনো পুকুরের পানির গভীরতা 1m । উহার তলদেশে কত pa চাপ প্রযুক্ত হবে?
উত্তরঃ 9800

১৮) নিচের কোনটি প্লবতা?
উত্তরঃ Ahpg

১৯) নিদিষ্ট ঘনত্বের তরলের গভীরতা তিন মিটার থেকে নয় মিটার করলে চাপ কত গুন বাড়বে?
উত্তরঃ 3 গুন

২০) নিচের কোন পদার্থটির উপর চাপ বৃদ্ধি করলে গলণাঙ্ক বাড়ে?
উত্তরঃ মোম

২১( পদার্থের অবস্থান কয়টি?
উত্তরঃ চারটি

২২) নিচের কোনটি পারদে ডুবে যায়?
উত্তরঃ প্লাটিনাম

২৩) বস্তুর ওজন তরলের প্লবতার চাইতে বেশি হলে কী ঘটবে?
উত্তরঃ বস্তুুটি তরলে সম্পূর্ণ ডুবে যাবে

২৪) পাএের তলদেশের কী পরিমাণ চাপ প্রযুক্ত হবে?
উত্তরঃ 980 Pa

২৫) একই আয়তনের এক টুকরো কাঠ ও লোহার মধ্যে কার ঘনত্ব বেশি?
উত্তরঃ লোহার

About Post Author

Related posts