SSC Chemistry All Board M.C.Q Question & Answer 2021 Model 11
১) LiF কী ধরনের যৌগ?
উত্তরঃ আয়নিক
২) 2,8,1 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি কোনটির নিষ্ক্রিয় চরিএ অজন করবে?
উত্তরঃ Ne
৩) কোনটি আয়নিক বন্ধনে আবদ্ধ যৌগ ক্যাটায়ন গঠন করে?
উত্তরঃ ধাতু
৪) কোনটি আয়নিক যৌগ?
উত্তরঃ KCl
৫) আয়নিক ও সমযোজী উভয় যৌগ গঠন করে কোনটি?
উত্তরঃ Al
৬) HCl অণুতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ 1
৭) কোন মৌলটি ক্লোরিনের সাথে দুইটি যৌগ গঠন করে?
উত্তরঃ P
৮) কোনটিতে সমযোজী বন্ধন বিদ্যমান?
উত্তরঃ কেরোসিন
৯) সমযোজী অণু গঠনকারী প্রতিটি পরমাণুই কীরুপ?
উত্তরঃ অধাতু
১০) 5টি অ্যামোনিয়া অণুতে পরমাণু সংখ্যা কত?
উত্তরঃ ২০ টি
১১) যোজ্যতা ইলেকট্রনের দৃষ্টিকোণ থেকে কোনটি একমাএ ব্যতিক্রম অধাতু?
উত্তরঃ হাইড্রোজেন
১২) নাইট্রোজেনের যোজ্যতাস্তরে ইলেকট্রন সংখ্যা কত?
উত্তরঃ 5
১৩) ক্লোরিনের নিকটবর্ত্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কোনটি?
উত্তরঃ 2,8,8
১৪)সাধারণত তাপমাএায় আয়নিক যৌগ যে অবস্থায় পাওয়া সম্ভব নয়?
উত্তরঃ গ্যাসীয়
১৫) আয়নিক যৌগ হয়েও নিচের কোনটি পানিতে অদ্রবণীয়?
উত্তরঃ AgCl
১৬) নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী?
উত্তরঃ গ্যাফাইট
১৭) কোন জৈব যৌগ পোলার ধরনের?
উত্তরঃ অ্যালকোহল
১৮) কোন যৌগ সবচেয়ে বেশি পোলার হবে?
উত্তরঃ HF
১৯) টেবিল সল্টের স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ 1465°C
২০)কোনটি তড়িৎ সুপরিবাহী?
উত্তরঃ Zn
২১) অ্যালকোহল কী ধরনের যৌগ?
উত্তরঃ সমযোজী
২২) ম্যাগনেসিয়ার সংকেত কোনটি?
উত্তরঃ MgO
২৩) তড়িৎ পরিবহনের মূল শত কোনটি?
উত্তরঃ মুক্ত আয়নের চলাচল হতে হবে
২৪) NaCl যৌগটির বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ তরল করতে অধিক তাপের প্রয়োজন
২৫) ধাতুগুলি বিদ্যুৎ পরিবাহী কেন?
উত্তরঃ ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে