SSC Chemistry All Board M.C.Q Question & Answer 2021 Model 12

SSC Chemistry All Board M.C.Q Question & Answer 2021 Model 12

১) KCl পদার্থটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কেন?
উত্তরঃ বিপরীত আয়নসমূহের মধ্যে আকষণ উচ্চ

২) অপোলার যৌগ কোনটি?
উত্তরঃ বেনজিন

৩) অপোলার সমযোজী যৌগের বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃ এ যৌগ বিদ্যুৎ অপরিবাহী

৪) কোনটি ধাতব বন্ধনের উদাহরণ?
উত্তরঃ কপার তার

৫) কোনটি বিদ্যুৎ ও তাপ পরিবাহীত জন্য দায়ী?
উত্তরঃ ইলেকট্রন

৬) ব্লু-ভিট্টিয়লে পানির অণুর সংখ্যা কত?
উত্তরঃ 5

৭) STP-তে 16g অক্সিজেনের মোলার আয়তন কত?
উত্তরঃ 11.2লি

৮) সবচেয়ে বিশুদ্ধ রাসায়নিক পদার্থকে কী বলে?
উত্তরঃ অ্যানালার

৯) তুঁতে কত অণু পানি বিদ্যমান?
উত্তরঃ 5

১০) গ্লুকোজের আপেক্ষিক আণবিক ভর কত?
উত্তরঃ 180

১১) তুঁতের মধ্যে কেলাস পানির শতকরা সংযুতি কত?
উত্তরঃ 36.07%

১২) পানিতে হাইড্রোজেন এর শতকরা পরিমান কত?
উত্তরঃ 11.11

১৩) ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমান কত?
উত্তরঃ 46%

১৪) অনাদ্র কপার সালফেটের বণ কী রুপ?
উত্তরঃ সাদা

১৫) ঘনমাএা প্রকাশের রীতি হলো-
উত্তরঃ মোলারিটি

১৬) 5 গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
উত্তরঃ 3.33

১৭) ডিউটেরিয়াম অক্সাইডের আণবিক ভর কত?
উত্তরঃ ২০

১৮) সেমিমোলার বলতে বোঝায়-
উত্তরঃ 0.5মোলার

১৯)ভারী পানির আভবিক ভর কত?
উত্তরঃ ২০

২০) ১০% চুনাপাথরের মাএা মোলারিটিতে কত?
উত্তরঃ 1M

২১) ইউরিয়াতে N এর শতকরা পরিমান কত?
উত্তরঃ 46%

২২) অ্যামোনিয়া উৎপাদনে নাইট্রোজেন ও হাইড্রোজেনের অণুপাত কোনটি?
উত্তরঃ 1:3

২৩) কোনটি দ্বারা পি,পি,এম এককে ঘনমাএা বুঝায়?
উত্তরঃ mg/L

২৪) প্রমাণ কক্ষ তাপমাএা ও চাপের মান কত?
উত্তরঃ 25°C তাপমাএা ও 1 atm চাপ

২৫) ব্লিচে কোনটির শতকরা মান বেশি?
উত্তরঃ ক্লোরিন

About Post Author

Related posts