SSC Chemistry All Board M.C.Q Question & Answer 2021 Model 13

SSC Chemistry All Board M.C.Q Question & Answer 2021 Model 13

১) 0.25মোল গ্লুকোজের ভর কত?
উত্তরঃ 45g

২) ২.২ মোল জলীয় বাষ্প =কত?
উত্তরঃ 39.6

৩) ০° সেলসিয়াস তাপমাএাকে কী বলা হয়?
উত্তরঃ প্রমাণ তাপমাত্রা

৪) প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত?
উত্তরঃ 22.4L

৫) চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তনের পরিবর্তন কী রকম হবে?
উত্তরঃ হৃাস পায়

৬) মোলারিটির জন্য নিচের কোনটি প্রয়োজন?
উত্তরঃ নিদিষ্ট তাপমাত্রা

৭) ডেসিমোলার দ্রবণের ঘনমাএা মোলারিটির কত?
উত্তরঃ 0.1M

৮) দ্রবন=?
উত্তরঃ দ্রব+ দ্রাবক

৯) ঘনমাএা প্রকাশের কোন এককটি তাপমাত্রার উপর নিভরশীল নয়?
উত্তরঃ মোলালিটি

১০) দ্রাবক হলো-
i.পানি
ii. এসিড
iii.অ্যালকোহল
নিচের কোনটি সঠিল?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i.ii ও iii
উত্তরঃ i.ii ও iii

১১) তুঁতের এক অণুতে যুক্ত পানির আণবিক ভর কত?
উত্তরঃ 90g

১২) কোন যৌগের বাষ্প ঘনত্ব 14 হলে যৌগটির আনবিক ভর কত হবে?
উত্তরঃ 28

১৩) পটাসিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা কত?
উত্তরঃ -২

১৪) সোডিয়াম সালফাইটে সালফারের জারণ সংখ্যা কত?
উত্তরঃ +4

১৫) কোনো ধাতুর উপরে জিংকের প্রলেপ দেওয়াকে কী বলা হয়?
উত্তরঃ গ্যালভানাইজিং

১৬) ডাই মিথাইল ইথারের সমাণু কোনটি?
উত্তরঃ ইথানল

১৭) কোন মৌল দুটির যোজনী একই হবে?
উত্তরঃ Ca,Zn

১৮) কপার সালফেটে সালফারের জারণ সংখ্যা কত?
উত্তরঃ +6

১৯) পার-অক্সাইড যৌগে অক্সিজেন এর জারণ সংখ্যা কত?
উত্তরঃ -1

২০) মিথাইল ইথাইল ইথারের সমাণু কোনটি?
উত্তরঃ প্রোপানল

২১) রাসায়নিক বিক্রিয়ার ক্ষেএে প্রমাণ তাপমাত্রা ও চাপ কত?
উত্তরঃ 25°C এবং 1 বায়ুমন্ডলীয় চাপ

২২) নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?
উত্তরঃ KCl

২৩) সিলভারের কোন লবণটি পানিতে দ্রবনীয়?
উত্তরঃ নাইট্টেট

২৪) আদ্র ক্যালসিয়াম ক্লোরাইডে কত গুন পানি বিদ্যমান?
উত্তরঃ 6 গুন

২৫) বাতাসের অক্সিজেনের সাথে কেনো কিছুর বিক্রিয়াকে বলে-
উত্তরঃ দহন

Related posts

Leave a Comment