পদার্থবিজ্ঞান MCQ উত্তরমালা – এস.এস.সি ২০২০

পদার্থবিজ্ঞান MCQ উত্তরমালা

ssc exam 2020 পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞান MCQ উত্তরমালা আজকের পরিক্ষা পদার্থবিজ্ঞান খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। পদার্থবিজ্ঞান নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

এস.এস.সি. পরীক্ষা-২০২০
পদার্থবিজ্ঞান
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ 17/02/2020

সেট খ বোর্ড

১.নিচের কোনটির গতি ঘর্ষণ ও বেশি হবে?
উত্তরঃ (ক)ট্রাক

২.লোহার ঘনত্ব কোনটি?
উত্তরঃ (ক)7.80 gm/cc

৩.পানির গৃহীত তাপ কত?
উত্তরঃ (ক)16380J

৪.উক্ত ঘটনায়-
উত্তরঃ (গ)i,iii

৫.নিচের কোনটি স্থিতিস্থাপক গুণাঙ্কের একক?
উত্তরঃ (ক)kgm-1s-2

৬.নিচের কোনটি সার্চিং ভরহিন কণা?
উত্তরঃ (গ)গামা

৭.অবতল দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের একটি বস্তু রাখলে এর প্রতিবিম্ব হবে–
উত্তরঃ (ঘ)i,ii,iii

৮.a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত?
উত্তরঃ (খ)0.83

৯.উক্ত ঘটনায়–
উত্তরঃ (ঘ)i,iii

১০.পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি ঘটনাকে কি বলে?
উত্তরঃ (খ)তাড়িতচৌম্বক আবেশ

১১.নিচের কোনটি সুষম ত্বরণের গ্রাফ?
উত্তরঃ (গ)

১২.বর্তনীর তুল্য রোধ কত? জানার উপায়
উত্তরঃ (ঘ)6ওহম

১৩.উক্ত বর্তনীতে
উত্তরঃ ()

১৪.শব্দ তরঙ্গের বিস্তার তিনগুণ বাড়ালে শব্দের তীব্রতা কত গুণ বাড়বে?
উত্তরঃ (ঘ)9গুন

১৫.জেনারেটর এর কার্যনীতি ব্যবহার করে কোনটি তৈরি করা হয়?
উত্তরঃ (গ)মাইক্রোফোন

১৬.তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়?
উত্তরঃ (ঘ)সিলিকন

১৭.নিচের কোন পরীক্ষণটিতে ডাই ব্যবহার করা হয়
উত্তরঃ (ঘ)এনজিওগ্রাফি

১৮.কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন?
উত্তরঃ (ক)কোপার্নিকাস

১৯.কোনটি ভেক্টর রাশি?
উত্তরঃ (খ)প্লবতা

২০.100m উঁচু থেকে একটি বস্তুর নিচে ফেলে দিলে এটি কত বেগে মাটিতে পড়বে
উত্তরঃ (গ)44.27 ms-1

২১. দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন?
উত্তরঃ (ক)অবতল দর্পণ

২২.দুটি আধানের মধ্যকার তড়িৎ বল
উত্তরঃ (ঘ)i, iii

২৩.কোনটির সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়
উত্তরঃ (খ )দশা

২৪.20ms-1 বেগে একটি 50g ভরের টেনিস বল নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলে বলটির পরিবর্তন কত
উত্তরঃ (গ)2 kgms-1

২৫.ক্ষমতার মাত্রা কোনটি?
উত্তরঃ (খ)ML2T-3

“এস এস সি সকল mcq উত্তরমালা 2020”

এখানে ক্লিক করুন

এস.এস.সি. পরীক্ষা-২০১৯

পদার্থবিজ্ঞান

বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১। নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ

Ans (ক) স্থির অবস্থান থেকে পড়া

২। তীর ধনুকের তারকে টেনে রাখলে সৃষ্টি হয়-

Ans (ঘ) i, ii ও iii

৩। সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণের সৃষ্টি হয়?

Ans (ক) পিছলানো ঘর্ষণ

৪। জড়তার পরিমাপ কোনটি?

Ans (গ) ভর

৫। কোনো পদার্থের মোট তাপের পরিমাণ অণুগুলোর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পর্কযুক্ত?

Ans (ক) সমানুপাতি

৬। শক্তির মাত্রা কোনটি?

Ans (খ) ML2 T-1

৭। নিচের কোন রাশিটি ছাড়া হুকের সূত্র অকার্য কর হবে?

Ans (ঘ) স্থিতিস্থাপক সীমা

৮। এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমন্ডলীয় পারদ চাপ কত হবে?

Ans (ঘ) 22.8 cm

৯। একটি তড়িচ্চালক শক্তি 10ওহম এবং অভ্যন্তরীণ রোধ 1ওহম। 2ওহম এবং 4ওহম মানের রোধ দুটি শ্রেণি এবং সমান্তালে পৃথকভাবে বর্তনীর সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত হবে

Ans (ক) 20/7 A

১০। স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলে?

Ans (ক) দশা

১১। সম্পূর্ণ ঘর আলোকিত হয় নিচের কোনটির কারণে?

Ans (গ) ব্যাপ্ত প্রতিফলন

১২। উপরের চিত্রের তথ্যের আলোকে কোনটি সঠিক?

Ans (খ) B-এর বিম্বের জন্য কমপক্ষে দুটি রশ্মি লাগবে

১৩। মার্বেলটির গড় দ্রুতি কত হবে?

Ans (গ) 6.25 ms-1

১৪। উদ্দীপকের তথ্যের আলোকে

Ans (খ) i ও iii

১৫। উপরের চিত্রের আলোকে কোনটি সঠিক?

Ans (খ) ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে

১৬। তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কী বলে?

Ans (গ) ধারক

১৭। কোনো তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে 15C এর একটি আহিত বস্তু স্থাপন করে ঐ বিন্দুতে তড়িৎ তীব্রতার মান 20NC-1 পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে?

Ans (ঘ) 300N

১৮। নির্দিষ্ট তাপমাত্রায় কোন শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে?

Ans(গ) পরিবাহীর উপাদানের উপর

১৯। কম্যুটের কি দিয়ে তৈরি করা হয়?

Ans (খ) তামা

২০। একটি ট্রান্সফরমারের মুখ্যকুণ্ডলীর পাকসংখ্যা 50 এবং তড়িৎ প্রবাহ 5A গৌণকুণ্ডলীর পাকসংখ্যা 500 হলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে?

Ans (ঘ) 0.5A

২১। কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায়?

Ans (ক) আল্ট্রাসনোগ্রাফি

২২। এনজিওগ্রাফি ব্যবহার করা হয়

Ans (গ) ii ও iii

২৩। উপরের চিত্রের আলোকে তরঙ্গটির-

Ans (ঘ) i, ii ও iii

২৪। চিত্র: A-এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক

Ans (খ) ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে

২৫। চিত্র: B এবং চিত্র: C-এর তথ্যের আলোকে

Ans (খ) i ও iii- ? – – ? ক ?))ন

এস.এস.সি. পরীক্ষা-২০১৮
পদার্থবিজ্ঞান
বহুনির্বাচনি অভীক্ষা (সম্ভাব্য উত্তরমালা)

১. কোনটির দিক ব্যাখ্যার জন্য তড়িৎ বলরেখা ব্যবহৃত হয়?
উত্তর: (ক) তড়িৎক্ষেত্র
২. কোনটি অসংরক্ষণশীল বল?
উত্তর: (ক) ঘর্ষণ বল
৩. ট্রান্সফর্মারটির লোড (R) এর মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে?
উত্তর: (ক) 12
৪. সমদৃশ সম্পন্ন বিন্দুগুলো হচ্ছে-
উত্তর: (ঘ) A, E, I
৫. সঠিক সম্পর্ক হলো-
উত্তর: (গ) ii, iii
৬. লেন্সের সকল দূরত্ব — থেকে পরিমাপ করা হয়।
উত্তর: (ক) আলোক কেন্দ্র
৭. মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল এর সমন্বিত ব্যবহারে নিট পাঠ পাওয়া গেল 12.66 cm. ভার্নিয়ার সমপাতন 6 হলে ভার্নিয়ার ধ্রুবক কত?
উত্তর: (ক) 0.1 mm
৮. কোনটি পারদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্ম?
উত্তর: (খ) দৈর্ঘ্য
৯. ভর পরিমাপের আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহৃত হয়েছে উহার ব্যাসার্ধ কত সে.মি.?
উত্তর: (ঘ) 3.9
১০. ডুবোজাহাজে কী ব্যবহার করে আরো উন্নত ধরনের পেরিস্কো ব্যবহার করা হয়?
উত্তর: (খ) সমতল দর্পণ
১১. ML2T-3 মাত্রাটি হলো-
উত্তর: (ঘ) একক সময়ে কৃত কাজের, ক্ষমতার, একক সময়ে ব্যয়িত শক্তির
১২. কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক Root 2 হলে বায়ু সাপেক্ষে ঐ মাধ্যমের ক্রান্তিকোণ কত ডিগ্রি?
উত্তর: (খ) 45
১৩. থ্রি-পিন প্লাগে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: (গ) ফিউজ অথবা (ঘ) আর্থ তার (বর্তমানে দুটিই ব্যবহার করা হয়)
১৪. সঠিক সম্পর্ক হলো-
উত্তর: (ঘ) i, ii ও iii
১৫. n-p-n ট্রানজিস্টরে p অংশটি কী?
উত্তর: (খ) নিঃসারক
১৬. আলফা রশ্মির বেগ কত ms-1?
উত্তর: (গ) 3*107
১৭. ই বিন্দুতে বস্তুটির বিভবশক্তি কত?
উত্তর: (ক) mgh1
১৮. পড়ন্ত অবস্থায় ভূ-পৃষ্ঠ হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভবশক্তির তিনগুণ হবে?
উত্তর: (ঘ) h1 + h2/4
১৯. উইন্ডমিল এর উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে?
উত্তর: (ক) আল মাসুদী
২০. একটি 1mm ব্যাসের তারে 98N ওজন ঝুলিয়ে দেওয়া হলে পীড়ন কত হবে?
উত্তর: (খ) 1.25*108Nm-2
২১. চিত্রটিতে প্রতিফলন কোণের মান কত?
উত্তর: (গ) 60 ডিগ্রি
২২. একটি তলে রাখা 8kg ভরের কোনো বস্তুর উপর 30 N বল প্রয়োগ করায় বস্তুটি 3ms-2 ত্বরণ লাভ করে। বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণবল কত নিউটন?
উত্তর: (খ) 6
২৩. সম্প্রতি বা কিছুদিন পূর্বে সংগঠিত হার্ট অ্যাটাক শনাক্তকরণের জন্য কোনটি প্রয়োজন?
উত্তর: (ক) ইসিজি
২৪. S = ut + 1/2 at2 সমীকরণে ut এর মাত্রা কোনটি?
উত্তর: (গ) L
২৫. ঝড়বৃষ্টির সময় কোনটি অপেক্ষাকৃত ভালো?
উত্তর: (ঘ) বৃষ্টিতে ভেজা

ssc exam 2020 পদার্থবিজ্ঞান
পদার্থবিজ্ঞান বহুনির্বাচনি 2020,পদার্থবিজ্ঞান পরীক্ষার MCQ SSC 2020,এস এস সি টিক উত্তর পদার্থবিজ্ঞান,পদার্থবিজ্ঞান নৈবেত্তিক প্রশ্ন ২০২০, S.S.C MCQ 2020 পদার্থবিজ্ঞান,পদার্থবিজ্ঞান MCQ 2020 ,পদার্থবিজ্ঞান MCQ উত্তরমালা 2020,পদার্থবিজ্ঞান Mcq ans 2020 board,ssc exam 2020 পদার্থবিজ্ঞান,

About Post Author

Related posts