রসায়ন বহুনির্বাচনি নৈব্যক্তিক প্রশ্ন ২০২১ মডেল ১৯
১) বেলেপাথরে কোন ধরনের শিলা?
উত্তরঃ পাললিক
২) নিচের কোনটি রূপান্তরিত শিলা?
উত্তরঃ গ্রাফাইট
৩) বাংলাদেশে সাদা মাটির পাহাড় দেখা যায় কোথায়?
উত্তরঃ নেএকোনা
৪) কোনটি মৌলিক খনিজ?
উত্তরঃ গন্ধক
৫) কোনটি তরল খনিজ?
উত্তরঃ পেট্টোলিয়াম
৬) কক্সবাজারের সমুদ্র উপকূলে কোনটি পাওয়া যায়?
উত্তরঃ জিরকন
৭) ধাতু ও তার আকরিক কোনটি?
উত্তরঃ অ্যালুমিনিয়াম-বক্সাইট
৮) কোনটি অ্যালুমিনার গলনাংক কমায়?
উত্তরঃ ক্রায়োলাইট
৯) কাবণ বিজারণে প্রাপ্ত কপারের বিশুদ্ধতা কত?
উত্তরঃ 98%
১০) কোন আকরিকে সালফার থাকে?
উত্তরঃ কপার পাইরাইট
১১) রুটাইল কোন ধাতুর আকরিক?
উত্তরঃ টাইটানিয়াম
১২) নিচের কোনটি আকরিক ঘনীকরন পদ্ধতি নয়?
উত্তরঃ মহাকর্ষ বল
১৩) কোনটি কপার ও টিনের সংকার?
উত্তরঃ কাঁসা
১৪) ডুরালুমিনে লোহা শতকরা কত ভাগ থাকে?
উত্তরঃ ১
১৫) কাঁসার ব্যবহার কোনটি?
উত্তরঃ ধাতু গলানোর যন্ত্রাংশ
১৬) মরিচার ধম কোনটি?
উত্তরঃ ভঙ্গুর
১৭) গিনি সোনার কোন নমুনাটি সবোচ্চ দৃঢ়?
উত্তরঃ 18 ক্যারেট
১৮) তাম্রমল কোনটিতে দ্রবীভুত হয়?
উত্তরঃ জৈব এসিড
১৯) বিমান তৈরিতে ব্যবহৃত হয় সংকের ধাতুর নাম কি?
উত্তরঃ ডুরালুমিন
২০) ব্রাসের বা পিতলের সংযুতি কোনটি?
উত্তরঃ Cu 65%,Zn 35%
২১) সালফারের গলনাঙ্ক কত?
উত্তরঃ 115°C
২২) হলুদ বণের পদার্থ কোনটি?
উত্তরঃ সালফার
২৩) মরিচা গঠনে কোনটি উপস্থিত থাকে?
উত্তরঃ পানি
২৪) তাম্রমলে কোনটি উপস্থিত থাকে?
উত্তরঃ চালকোসাইট
২৫) কোনটি অ্যানোডিক জারণ প্রক্রিয়া?
উত্তরঃ ধাতু ক্ষয়