এসএসসি জীববিজ্ঞান mcq ২০২১ SSC Biology মডেল ৮

এসএসসি জীববিজ্ঞান mcq ২০২১ SSC Biology মডেল ৮

১) কোনটি আকার বদলাতে পারে?
উত্তরঃ শ্বেত রক্তকণিকা

২) দেহে প্রহরীর মত কাজ করে নিচের কোনটি?
উত্তরঃ শ্বেত রক্তকণিকা

৩) অনুচক্রিকা কোথায় উৎপন্ন হয়?
উত্তরঃ অস্থিমজ্জায়

৪) অণুচক্রিকার আকৃতি কিরূপ?
উত্তরঃ বতুলাকার

৫) A ও B অ্যান্টিজেন কোনটিতে উপস্থিত?
উত্তরঃ RBC

৬) রক্তের কত প্রকার এন্টিবডি রয়েছে?
উত্তরঃ ২

৭) এন্টবডি কোথায় অবস্থান?
উত্তরঃ রক্তরসে

৮) A গ্রুপের রক্তে কোন এন্টিজেন পাওয়া যায়?
উত্তরঃ A

৯) Aগ্রুপের রক্তের রক্তরসে কোন এন্টিবডি পাওয়া যায়?
উত্তরঃ b

10)হৃৎপিন্ডের প্রসারণকে কী বলে?
উত্তরঃ ডায়াস্টোল

১১) আমাদের হৃৎপিণ্ড কী দিয়ে তৈরি?
উত্তরঃ যোজক কলা

১২) একদিকে রকৃতের গতি নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ কপাটিকা

১৩) শরীরে রক্তের অক্সিজেন কখন পৃথক হয়?
উত্তরঃ রক্তে কৈশিক নালিতে পৌছানোর পর

১৪) রক্ত ফুসফুস থেকে কী শোষন করে?
উত্তরঃ অক্সিজেন

১৫) বাম নিলয় থেকে কোন রক্তনালী বের হয়?
উত্তরঃ মহাধমনী

১৬) টিউনিকা এক্সটানা কী দিয়ে তৈরি?
উত্তরঃ তন্তুময় যোজক কলা

১৭) কোনটিতে কপাটিকা অনুপস্থিত?
উত্তরঃ ধমনি

১৮) কোনটিকে নীরব ঘাতক বলা হয়?
উত্তরঃ উচ্চ রক্তচাপ

১৯) রক্তচাপ মাপা হয় কেন যন্ত্রের সাহায্য?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার

২০) পিত্ত নিচের কোনটি তৈরি করে?
উত্তরঃ কোলেস্টেরোল

২১) ভাল কোলেস্টেরোল কোনটিকে বলা হয়?
উত্তরঃ HDL

২২) নিচের কোনটিতে অধিক মাএায় কোলেস্টেরল উপস্থিত?
উত্তরঃ ঝিনুক

২৩) ট্রাই গ্লিসারাইড কোথায় অবস্থান করে?
উত্তরঃ রক্তের প্লাজমায়

২৪) কোন দরনের খাদ্য হৃদযন্ত্রের কাযক্রমকে ব্যাহত করে?
উত্তরঃ অধিক তেলযুক্ত

২৫) হৃদপেশির ক্ষতি করে কোনটি?
উত্তরঃ নিকোটিন

About Post Author

Related posts