SSC 2021 জীববিজ্ঞান MCQ নৈব্যক্তিক টিক উত্তরমালা মডেল ১৩

SSC 2021 জীববিজ্ঞান MCQ নৈব্যক্তিক টিক উত্তরমালা মডেল ১৩

১)উচ্চ শ্রেণির উদ্ভিদের জনন অঙ্গ কী?
উত্তরঃ ফুল

২) ফুলের বাইরের স্ববককের কী বলে?
উত্তরঃ বৃতি

৩) বৃতি খন্ডিত না হলে তাকে কী বলে?
উত্তরঃ যুক্তবৃতি

৪) যে ফুলের পাঁচ অংশ উপস্থিত থাকে তাকে কী বলে?
উত্তরঃ সম্পূর্ণ ফুল

৫) কোন অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক?
উত্তরঃ দলমন্ডল

৬) বৃতির প্রতিটি খন্ডকে কী বলে?
উত্তরঃ বৃত্যাংশ

৭) দলাংশের অপর নাম কি?
উত্তরঃ পাপড়ি

৮) সাধারণত পোকামাকড় ফুলের কোন অংশে বসে মধু খায়?
উত্তরঃ দল

৯) ফুলের তৃতীয় স্তবক কোনটি?
উত্তরঃ পুংস্তবক

১০) পুংস্তবক এর প্রতিটি অংশকে কী বলে?
উত্তরঃ পুংকেশর

১১) নিচের কোনটি একলিঙ্গ ফুল?
উত্তরঃ লাউ

১২) প্রজনন প্রধানত কত প্রকার?
উত্তরঃ ২

১৩) পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?
উত্তরঃ পুংদন্ড

১৪) কোথায় পরাগ উৎপন্ন হয়?
উত্তরঃ পরাগধানীতে

১৫) পরাগায়নেনর অপর নাম কী?
উত্তরঃ পরাগ সংযোগ

১৬) একই গাছের ভিন্ন দুটি ফুলে পরাগায়নকে কী বলে?
উত্তরঃ স্ব-পরাগায়ন

১৭) স্ব-পরাগায়নের গুরুত্ব কোনটি?
উত্তরঃ চরিএগত বিশুদ্ধতা

১৮) পানি পরাগী ফুল কোনটি?
উত্তরঃ পাতাশ্যাওলা

১৯) ধানের পরাগায়ন কোনটি দ্বারা ঘটে?
উত্তরঃ বায়ু

২০) পতঙ্গ পরাগী ফুল কোনটি?
উত্তরঃ সরিষা

২১) পোলেন টিউবে কী উৎপন্ন হয়?
উত্তরঃ পুংজনন কোষ

২২) পরাগরেণু অংকুরিত হয়ে কিসে পরিণত হয়?
উত্তরঃ পোলেন টিউবে

২৩) ডিম্বক রন্ধ্রের দিকের কোষকে কী বলে?
উত্তরঃ ভিত্তি কোষ

২৪) নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়?
উত্তরঃ ১২

২৫) আম গাছের নিষিক্ত ডিম্বক কোথায় পাওয়া যায়?
উত্তরঃ বীজে

About Post Author

Related posts