জীববিজ্ঞান mcq ssc 2021 মডেল ১৯

জীববিজ্ঞান mcq ssc 2021 মডেল ১৯

১) একগুচ্ছ স্নায়ুতন্ত্রে সমন্বয়ে তৈরি কোনটি?
উত্তরঃ পনস

২) কোষ রস আরোহন কীসের মাধ্যমে ঘটে?
উত্তরঃ ভেসেল

৩) অস্থি সন্ধির তন্তুগুলো কী দিয়ে গঠিত?
উত্তরঃ প্রোটিন

৪) নিচের কোন ভাইরাস ক্যাস্নার কোষ সৃষ্টি তে সহায়তা করে?
উত্তরঃ প্যাপিলোমা

৫) ছেলেদের গোঁফ দাড়ি গজায় কোন হরমোনের কারণে?
উত্তরঃ টেস্টোস্টেরণ

৬) ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ Mg

৭) নিচের কোনটির অভাবে মানুষ পারকিনসন রোগে ভোগে?
উত্তরঃ ডোপামিন

৮) স্ব-পরাগায়ন ঘটে কোন ফুলে?
উত্তরঃ ধুতুরা

৯) ধাঙর কোনটি?
উত্তরঃ শকুন

১০) প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
উত্তরঃ প্রোটিস্টা

১১) হিস্টোলজিতে আলোচনা করা হয় কোনটি?
উত্তরঃ জীবদেহের কোষের গঠন

১২) উদ্ভিদ কোষে কোষ-ঝিল্লির কাজ কোনটি?
উত্তরঃ অভিস্রবণের মাধ্যমে পানি চলাচল

১৩) অস্থিমজ্জা থেকে কোনটি তৈরি হয়?
উত্তরঃ লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা

১৪) অ্যালবুমিন একটি-
উত্তরঃ আমিষ

১৫) ঈস্টের অবাত শ্বসনে কোনটি তৈরি হয়?
উত্তরঃ ইথাইল অ্যালকোহল ও কাবন ডাইঅক্সাইড

১৬) আথ্রাইটিস প্রতিকারের জন্য কোনটি করতে হবে?
উত্তরঃ ডাল জাতীয় খাদ্য বজন

১৭) নিচের কোন অংশটি বেশ শক্ত?
উত্তরঃ টেনডন

১৮) ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলে?
উত্তরঃ অ্যালভিওলাস

১৯) বহুগুচ্ছ পুংস্তবক থাকে কেন উদ্ভিদে?
উত্তরঃ শিমুল

২০) বীজহীন ফল উৎপাদনে কোনটির ব্যবহার রয়েছে?
উত্তরঃ জিবেরেলিন

২১)যে এিমাএিক বস্তুর শীর্ষদেশ সরু তাকে কী বলে?
উত্তরঃ পিরামিড

২২) প্রাণী কোষে পাওয়া যায় কোনটিতে?
উত্তরঃ গলজিবস্তু

২৩) কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়?
উত্তরঃ ভেসেল

২৪) কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি?
উত্তরঃ জলজ

২৫) ব্লাকম্যান কত সালে সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পযার্য়ে ভাগ করেন?
উত্তরঃ ১৯০৫

About Post Author

Related posts