সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়?
উত্তরঃ সমাজবিজ্ঞান বলতে এমন একটি বিজ্ঞানকে বোঝায়, যা সমাজের সামগ্রিক ও বিজ্ঞান ভিত্তিক অধ্যয়নের পাশাপাশি সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো’Sociology’। শব্দটি গ্রিক শব্দ ‘Socius’এবং’Logos’এর সমন্বয়ে গঠিত। সুতরাং সমাজবিজ্ঞান শব্দের অথ হলো সমাজ সম্পর্কে জ্ঞান। সাধারণত ভাবে বলা যায়,যে শাস্ত্র বা বিজ্ঞান সমাজ সম্পর্কে বিজ্ঞানবিত্তিক তথা বস্তুনিষ্ঠ আলোচনা করে তাকেই সমাজবিজ্ঞান বলে।