সুশাসন বলতে কী বোঝ?

সুশাসন বলতে কী বোঝ?

উত্তরঃ সুশাসন বলতে রাষ্ট্রের সামগ্রিক কাযাবলিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণের যাবতীয় সুবিধা নিশ্চিত করাকে বোঝায়।
সুশাসন একটি গতিশীল ও চলমান ধারণা। এটি শাসনব্যবস্থার রাজনৈতিক, সামাজিক,অথনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। মূলত বলিষ্ঠ ও ন্যায়ানুগ উন্নয়নকে পৃষ্টপোষকতা দেওয়ার জন্য একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করা এবং সেই পরিবেশকে অব্যাহতভাবে বজায় রাখাই হলো সুশাসন।

Table of Contents

About Post Author

Related posts