সমাজকর্ম পদ্ধতি বলতে কী বোঝ?
উত্তরঃ সমাজকর্ম পদ্ধতি বলতে সমাজকর্মের কর্মপন্থা বা প্রক্রিয়াকে বোঝায়।
সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতিনিভর সাহায্যকারী পেশা। সমাজকর্মের পদ্ধতি গুলো পেশাটিকে সার্থক করে তুলেছে। পেশাদার সমাজকর্মে যেসব প্রক্রিয়ার মাধ্যমে সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান, দক্ষতা ও নীতিমালা সমাজের ব্যক্তি,দল ও সমষ্টির সমস্যা সমাধানে প্রয়োগ করা হয়;সেসব সুশৃঙ্খল কর্মপ্রক্রিয়ার সমষ্টিই হলো সমাজকর্ম পদ্ধতি।