সমষ্টি বলতে কী বোঝায়?
উত্তরঃ সমষ্টি ইংরেজি প্রতিশব্দ হলো Community,যা সমাজকর্মের একটি মৌলিক প্রত্যয় হিসেবে বিবেচিত। সাধারণত সমষ্টি হলো একটি নিদিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসরত জনসংখ্যাকে বোঝায় যারা সাধারণ স্বার্থ ও উদ্দেশ্য রক্ষার পরস্পর মিলিত হয়। এছাড়া তারা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেএে সমজাতীয়তা পোষণ করে যা তাদের সচেতনতা,স্বনির্ভরতা, অন্যান্য সাম্প্রদায়িক আচরণকে নির্দেশ করে।