সমষ্টি সমাজকর্ম বলতে কী বোঝায়?

সমষ্টি সমাজকর্ম বলতে কী বোঝায়?

উত্তরঃ সমষ্টি সমাজকর্ম সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি হিসাবে সমাজে প্রয়োজন পূরণ ও উন্নতি বিধানের লক্ষ্যে সমাজকর্মী কর্তৃক পরিচালিত সেবাকর্মকে বোঝায়।
সমষ্টির জনগনের অনুভূত চাহিদা, সম্পদ,সামর্থ্য,সমস্যা ইত্যাদি পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতি,কৌশল ও প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সমষ্টি সমস্যা মোকাবিলা, চাহিদা পূরন এবং উন্নয়নের জন্য যে বিজ্ঞানভিত্তিক কর্মপ্রচেষ্টা চালায় তাকে সমষ্টি সমাজকর্ম বলা হয়। মূলত সমষ্টি জনগণের আর্থ – সামাজিক উন্নয়ন ও সন্তোষজনক জীবনযাপনের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে এটি সেবাদান কর্মসূচি পরিচালনা করে।

Table of Contents

About Post Author

Related posts