র‍্যাপো স্থাপন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করো

র‍্যাপো স্থাপন প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করো?

উত্তরঃ ব্যক্তি সমাজকর্মে র‍্যাপো স্থাপনে সমাজকর্মী ও সাহায্যর্থী উভয়কেই স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করতে হবে। এক্ষেত্রে কতকগুলো মানবীয় গুণাবলি বা উপাদানের ওপর নির্ভর করে র‍্যাপো গঠিত হয়। এই উপাদানের মধ্যে সমাজকর্মী ও সাহায্যর্থীর উভয়ের মনোভাব, প্রত্যাশা,প্রেষণা,প্রত্যক্ষণ ইত্যাদি বিশেষভাবে অন্তর্ভুক্ত। এ উপাদান গুলো মূলত উভয়ের আচরণে বহিঃপ্রকাশ ঘটায়। এক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অগ্রগণ্য। যদি তার জ্ঞান, বুদ্ধি ও মানবীয় বৈশিষ্ট্যাবলি সাহায্যর্থীকে প্রভাবিত করে, তবে তা সাহায্যর্থীর মনোভাব প্রত্যাশা,প্রেষণা ও প্রত্যক্ষণকেও প্রভাবিত করবে।

Table of Contents

About Post Author

Related posts