সমষ্টি বলতে কী বোঝায়?

সমষ্টি বলতে কী বোঝায়?

উত্তরঃ সমষ্টি ইংরেজি প্রতিশব্দ হলো Community,যা সমাজকর্মের একটি মৌলিক প্রত্যয় হিসেবে বিবেচিত। সাধারণত সমষ্টি হলো একটি নিদিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসরত জনসংখ্যাকে বোঝায় যারা সাধারণ স্বার্থ ও উদ্দেশ্য রক্ষার পরস্পর মিলিত হয়। এছাড়া তারা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেএে সমজাতীয়তা পোষণ করে যা তাদের সচেতনতা,স্বনির্ভরতা, অন্যান্য সাম্প্রদায়িক আচরণকে নির্দেশ করে।

Table of Contents

About Post Author

Related posts