সমষ্টি সংগঠন কী?
উত্তরঃ সমষ্টি সংগঠন হলো সামাজিক উন্নতি ও ভারসাম্য রক্ষার জন্য পরিচালিত জনসমষ্টিকেন্দ্রিক সুশৃঙ্খলা সেবাকর্ম প্রক্রিয়া।
সমষ্টি সংগঠন সমষ্টি সমাজকর্মের একটি প্রক্রিয়া। এটি একটি নিদিষ্ট ভৌগোলিক এলাকার সমাজকল্যাণ চাহিদা ও সমষ্টি সম্পদের মাঝে সামঞ্জস্য বিধান করে। এর মাধ্যমে সমষ্টি প্রয়োজন ও সমস্যা চিহৃিত করে তাদের সম্পদ ও সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।