সামাজিক দল বলতে কী বোঝায়?
উত্তরঃ মানুষ জম্নগতভাবে কোনো না কোনো সামাজিক দলের অন্তর্ভুক্ত সদস্য হিসেবে তার জীবন পরিচালনা করে। এ প্রেক্ষিতে সামাজিক দল ধারণাটির ও বিকাশ সাধিত হয়েছে। সাধারণত কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে যখন কয়েকজন লোক সমষ্টিবদ্ধ হয় এবং প্রত্যেক বা পরোক্ষভাবে কত গুলো বিধিবিধান ও পারস্পরিক ক্রিয়া -প্রতিক্রিয়ার মাধ্যমে নিজের আচার আচারণ নিয়ন্ত্রণ ও পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করে তখন তাকে সামাজিক দল বলা হয়।