দেবোত্তর বলতে কী বোঝা?
উত্তরঃ হিন্দুধর্মের বিধান অনুযায়ী পাপমোচন, স্বর্গলাভ এবং ভগবানের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দেবতা বা কোনো বিগ্রহের নামে কোনো হিন্দুর সম্পতি আংশিক বা সম্পূর্ণ উৎসর্গ করাকে দেবোত্তর বলা হয়।
ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্টান, অনাথ আশ্রম,ধর্মীয় অনুষ্ঠানের ব্যয় নির্বাহ এবং মানবসেবা মূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যই সম্পওি দেবোওর প্রথায় উৎসর্গ করা হয়। দেবোওরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো এ মর্মে সুস্পষ্ট ঘোষণা প্রদান যে, সম্পওিটি নিদিষ্ট উদ্দেশ্য পৃথক করে রাখা হয়েছে।